শিরোনাম
◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো..

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীকে নিয়ে ভারতে বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে বাংলাদেশ দল আগামী মঙ্গলবার (২৫ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। এবারের ম্যাচটির দিকে বিশেষ এক কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী হামজা চৌধুরী।

এই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোভ হাভিয়ের কাবরেরা। দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। পূর্বঘোষণা অনুযায়ী দলে জায়গা হয়নি ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের। কাবরেরার দলে নিয়মিত মুখ প্রায় সবাই জায়গা পেয়েছেন। তাই চমক খুব একটা নেই বলা চলে।

গতকাল জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে আসা ২৭জনই। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় সেই দল থেকে বাদ পড়েছেন ৩জন। গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। স্কোয়াডে হামজা ছাড়াও নতুন মুখ ফরোয়ার্ড আল আমিন।

বাংলাদেশের স্কোয়াড: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ;

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া;
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়