শিরোনাম
◈ আরাকান আর্মির কাছে জিম্মি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি ◈ ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে : সিপিডি ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়নি: উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ প্রবল বৃষ্টিতে রক্তের মতো লাল সমুদ্র সৈকত, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব ◈ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ◈ কী ঘটেছিল সেদিন আছিয়াদের বাড়িতে, জানালেন সারজিস ◈ গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ ১-১ এ শেষ

স্পোর্টস ডেস্ক : আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল খেয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। এরপর নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ায় তারা। চূড়ান্ত পর্বে এসে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চূড়ান্ত পর্বের ম্যাচে আবারও এই দুই দল মুখোমুখি হয়েছিলো। যা ১-১ সমতায় শেষ হয়। ফলে এখনই শিরোপা নির্ধারণ হচ্ছে না। দুই দলের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সকলে।

এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধেই ম্যানচেস্টার সিটির তারকা ক্লাউদিও এচেভেরি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। - সময়নিউজ

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার পাল্টা জবাব দিতে পারছিল না ব্রাজিল। তবে ম্যাচের ৭৮তম মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান। এই গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা দ-ে জড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আর স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি সমতায় শেষ হওয়ায় ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট হল সমান ১০। এখন শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দুই দলের জন্যই। শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়, তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, তবে শিরোপা ধরে রাখার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করবে নিজেদের ১৩তম ট্রফি। আর আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের ষষ্ঠ মহাদেশীয় শিরোপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়