শিরোনাম
◈ এখন সবাই জেনে গিয়েছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি? ◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত! ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট বাংলা‌দেশ দ‌লের নতুন পেস বোলিং কোচ ◈ পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার উইকেটের মালিক হতে চান রশিদ খান

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের রশিদ খানকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার ধরা হয়। এরই মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভোকে। মাত্র ৯ বছরের ক্যারিয়ারেই এমন অর্জনে নাম লিখিয়েছেন আফগানিস্তানের এই তারকা স্পিনার।- ক্রিকফ্রেঞ্জি

এখানেই থামতে চান না। নিজেকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। স্পর্শ করতে চান হাজার উইকেটের মাইলফলক। সীমিত ওভারের ক্রিকেটে রশিদের নামের পাশে এখন ৬৩৩টি উইকেট। এখান থেকে হাজার উইকেট পেতে আরও ৩৭৭ উইকেট প্রয়োজন রশিদের। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে হাজার উইকেটের মাইলফলক ছোঁয়া খুব একটা কষ্টকর হবে না রশিদের।

ইএসপিএন ক্রিকইনফোকে নিজের লক্ষ্যের কথা জানিয়ে রশিদ বলেছেন, আমি ফিট এবং ভালোই করছি। টি-টোয়েন্টিতে হাজার উইকেট পাওয়া বিশাল ব্যাপার। যদি সেটা হয়ে যায়, তাহলে অবিশ্বাস্যই লাগবে। তবে আশা করি, আমি ফিট থাকব। যদি পরবর্তী তিন-চার বছর এভাবে ক্রিকেট খেলি, তাহলে সেখানে পৌঁছাতে পারব বলে মনে করি।

সারা বছর বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে বেড়ান রশিদ। আইপিএল-এসএ টোয়েন্টিসহ বড় বড় লিগের হটকেক তিনি। বর্তমানে এসএ টোয়েন্টির দল এমআই ক্যাপিটালসের হয়ে খেলছেন আফগানিস্তানে এই স্পিনার। রশিদের মতে ব্রাভোকে পেছনে ফেলা তার জন্য বড় অর্জন। ক্যারিয়ারের শেষ পর্যন্ত নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

রশিদ বলেন, আমার ক্যারিয়ারের দিকে তাকালে মনে হবে খুব বেশি লম্বা নয়। কেবল ৯ বছরের এবং এতটা সময়ই রেকর্ডটি ধরে রাখেন ব্রাভো। আমার জন্য এটি বিশাল অর্জন। কারণ ২০১৪-১৫ মৌসুমের দিকে যদি তাকাই, আমি কখনোই মনে করিনি বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াব। উন্নতি ধরে রাখতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব আমি।

রশিদকে অভিনন্দন জানিয়েছেন ব্রাভো নিজে। সেই কথা খোলাসা করে রশিদ বলেন, রেকর্ড গড়ার পর আমাদের কথা হয়েছে। তিনি খুব খুশি ছিলেন। বলেছেন আমার এসব প্রাপ্য। তিনি সব সময়ই আমার পাশে থাকেন এবং গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যখন আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন একসঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়