শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ফাইনালে আজ ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : আজ (৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে মাসব্যাপী চলমান একাদশ বিপিএলের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। শিরোপা জয়ের ব্যাপারে দুই দলের অধিনায়কই আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে বিপিএলে এবারের আসরে আলোচনায় ফরচুন বরিশাল। তারা নামীদামি বিদেশি তারকা ক্রিকেটার ভিড়িয়ে এই আলোচনার খোরাক জুগিয়েছে। দেশি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা তো আছেনই বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবী, কাইল মায়ার্স, মোহাম্মদ আলী, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা খেলছেন বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে। সেই সাথে ফাইনালে যুক্ত হবেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। ইতোমধ্যে বাংলাদেশে রয়েছেন কিউই এ অলরাউন্ডার।

এদিকে ডেইলি ক্রিকেট জানিয়েছে, নিউজিল্যান্ড তারকা জিমি নিশামকে বরিশাল কার জায়গায় খেলাবে তা নিয়ে পড়েছে মধুর সমস্যায়। টুর্নামেন্টের প্রায় শুরু থেকে বরিশালের টপ অর্ডারের অন্যতম ভরসার নাম ডেভিড মালান। মায়ার্সকেও বসিয়ে রাখার কোনো উপায় নেই। এদিকে নবীও দলে প্রয়োজনে উঠেছেন জ্বলে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে প্রথম কোয়ালিফায়ারে ২৪ রানে ৫ উইকেট নেওয়া আলীর। তার পরিবর্তে ফাইনালে মাঠে নামতে পারেন নিশাম।

অন্যদিকে চিটাগং কিংসে খুব একটা বড় তারকা নেই। কিন্তু দলীয় পারফরম্যান্স বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় শক্তি। খাজা নাফে, গ্রাহাম ক্লার্ক দলটির সবচেয়ে বড় ভরসার নাম। আরেক পাকিস্তানি হার্ডহিটার হায়দার আলী না থাকায় কিছুটা বিপদে পড়েছে চিটাগং। মূলত প্রায় প্রতি ম্যাচেই ছয়জন স্বীকৃত ব্যাটার নিয়ে খেলেছে চিটাগং। ফাইনালে শুরুর দিকে ব্যাটাররা বড় রান করতে না পারলে সমস্যায় পড়তে পারে দলটি।

তবে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বরিশালকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগতে পারে চিটাগংয়ের। টুর্নামেন্টের অন্যতম সেরা দলকে হারানো তো আর চাট্টিখানি কথা না। যদিও প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরেছিল চিটাগং। তবে ম্যাচটা ফাইনাল বলে কোনো দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়