শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। শ‌নিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তার আগে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর ২০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ নাঈম শেখ। ২০২৪ সালের মে মাসে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে পেস বোলিং এ অলরাউন্ডার। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন নাঈম। টি-টোয়েন্টি সিরিজের দলেও তার ওপরে ভরসা রেখেছেন নির্বাচকরা।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১০ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭:৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়