শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজওয়ানকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : হাইব্রিট এই টুর্নামেন্ট পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। শিরোপা পুণরুদ্ধারের চেষ্টায় সর্বোচ্চ চেষ্টায় করবে দলটি। তাই তারকা খেলোয়াড়দের নিয়ে আসরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার (৩১ জানুয়ারি) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে।
তবে ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই দল একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে, যা অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। এই সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সবশেষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত শেষ ওয়ানডে সিরিজের দল থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মাকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ এবং সাউদ শাকিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ’ গ্রুপে খেলবে এবং ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

পাকিস্তানের স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়