শিরোনাম
◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৩:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের

মস্কোর প্রতি ইউরোপীয় নেতারা ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে আগামী ১৫ই মে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার রাতে ক্রেমলিন থেকে বিরল টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়া একটি স্থায়ী ও দৃঢ় শান্তির দিকে অগ্রসর হওয়ার জন্য ‘গভীর আলোচনার’ পথ খুঁজছে। তিনি জানান, এই আলোচনা আগের মতোই তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে।

এ নিয়ে রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সঙ্গে তার আলোচনা করার কথা। ইউক্রেন এ প্রস্তাবের কোনও প্রতিক্রিয়া দেয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে শনিবার বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং পুতিনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। তারা একসঙ্গে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার থেকে স্থল, আকাশ ও জলপথে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি গ্রহণ না করলে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও তারা এ প্রস্তাবের বিষয়ে অবহিত করেন।

স্টারমার পরে বিবিসিকে বলেন, ট্রাম্প একে একটি অনস্বীকার্য দাবি হিসেবে মেনে নিয়েছেন। জেলেনস্কি বলেন, এ আলোচনার মূল বিষয় হচ্ছে কীভাবে বাস্তব ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইউরোপীয় নেতাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। 

ওদিকে ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, এটি একটি নতুন ঘটনা। কিন্তু আমাদের উপর চাপ সৃষ্টি করে কিছু আদায় করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন। তিনি আরও বলেন, ইউরোপের নেতাদের বক্তব্য সাহায্যের পরিবর্তে সংঘাতমূলক। পুতিন বলেন, আমরা চাই এটি একটি স্থায়ী শান্তির সূচনা হোক, নতুন অস্ত্র ও সেনা মোতায়েনের প্রস্তুতির জন্য কোনো অজুহাত নয়। তিনি ইউক্রেনকে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করেন। এর মধ্যে ছিল এপ্রিলের বিশ্বযুদ্ধ স্মরণ দিবস উপলক্ষে ৩ দিনের একতরফা যুদ্ধবিরতি এবং গত মাসের ইস্টার বিষয়ক একটি প্রস্তাব। 

তবে কিয়েভ সেগুলোকে ‘থিয়েট্রিক্যাল শো’ বলে প্রত্যাখ্যান করে। যদিও এসব যুদ্ধবিরতির সময় সংঘর্ষ কমেছিল, উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে। পুতিন বলেন, সব কিছু সত্ত্বেও আমরা কিয়েভ কর্তৃপক্ষকে সরাসরি আলোচনা ফের শুরুর আহ্বান জানাচ্ছি- কোনো পূর্বশর্ত ছাড়াই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়