শিরোনাম
◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন দল যাবে বিপিএলের প্লে-অফে? রাজশাহী না খুলনা, ফয়সালা আজ

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শুরু হবে প্লে-অফের লড়াই। ইতোমধ্যে তিনটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। অপেক্ষা কেবল আর একটি দলের। সেই শেষ স্থান নিশ্চিত করার দৌড়ে রয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স।

ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। ফলে এখন একমাত্র বাকি থাকা স্থানের জন্য লড়াই করছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। তবে চমকপ্রদ বিষয় হলো, এই দুটি দলের ভাগ্য এখন নির্ভর করছে ঢাকা ক্যাপিটালসের ওপর, যারা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

দুর্বার রাজশাহী তাদের নির্ধারিত ১২টি ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে। ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। তাই তাদের প্লে অফ নিশ্চিত করতে হবে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে।

এই ম্যাচে যদি ঢাকা ক্যাপিটালস জয় পায়, তাহলে দুর্বার রাজশাহী হবে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা দল। তবে ঢাকার বিপক্ষে যদি খুলনা টাইগার্স জয়ী হয়, তাহলে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে রাজশাহীর সমান ১২ পয়েন্ট অর্জন করবে এবং রানরেটের কারণে প্লে-অফ নিশ্চিত করবে খুলনা।

বর্তমানে রাজশাহী কিংসের রানরেট -১.০৩০, অন্যদিকে খুলনা টাইগার্সের রানরেট ০.০৫০। তাই যদি খুলনা টাইগার্স আগামী ম্যাচে জয়ী হয়, তবে তারা রানরেটের সুবিধা নিয়ে প্লে অফে জায়গা করে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়