শিরোনাম
◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে!

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলের পাকিস্তান ও দুবাইয়ে। ভারতের পাকিস্তান আসতে অস্বীকৃতি জানানোয় অনেক দেনদরবারের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানে তিনটি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ম্যাচ। স্টেডিয়ামগুলো হলো করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

এর মধ্যে যদি ভারত কোয়ালিফাই না করে তাহলে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল। হঠাৎ করে আলোচনায় এই গাদ্দাফি স্টেডিয়াম। স্টেডিয়ামটির একটি ভিআইপি গ্যালারিতে বড় এক ব্যানারে লেখা রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নাম। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুঞ্জন উঠেছে যে, স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম সরানো হচ্ছে। বিষয়টি নিয়ে দেশটির ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা চলছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, ইমরান খানের নাম সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, কোনো নাম পরিবর্তন কিংবা সরানো হয়নি। ক্রিকেট পাকিস্তান ইমরান খান বর্তমানে পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান নেতা। নওয়াজ শরিফের নেতৃত্বে গঠিত কোয়ালিশন সরকার দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ এনে মামলা করা হয়। সম্প্রতি পাকিস্তানের একটি আদালত ইমরান খানকে ১৪ বছরের কারাদ- দিয়েছে এবং একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদ- দেয়া হয়েছে।

ইমরান খানের দাবি, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে এসব মামলা করেছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই স্টেডিয়াম থেকে তার নাম সরানোর গুঞ্জন বাড়তি গুরুত্ব পাচ্ছে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়