শিরোনাম
◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই বিদেশি ক্রিকেটার চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ আনলেন

স্পোর্টস ডেস্ক : হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে। এবার দলটির দুই বিদেশি, পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি। কর্ণধার সামির কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন। দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যানেল২৪ 
বাঁকে বাঁকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল। বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা। চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী এক টাকাও পারিশ্রমিক পাননি। দু’জনই নিশ্চিত করেছেন। 

এখন পর্যন্ত এক ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান, আজকে দেব, কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগং কিংস। এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায়। একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না আরেক দিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। বলেছেন, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছেন। টাকা না পেলে, যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন।

এ দু’ক্রিকেটারকে পারিশ্রমিক না দেয়ার কথা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেন, খাজা নাফী ও আকবরীর জন্য এটা বিশাল অপারচুনিটি। তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। আর নাফীরটা তো কথা হয়েছে হাতে করে নিয়ে যাবে। আসলে চারিদিকের অবস্থা দেখে তারাও এভাবে রিঅ্যাক্ট করা শুরু করেছে। তবে ক্রিকেটাররা কেন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এ নিয়ে আপত্তি কিংস মালিকের। রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা তখন চিটাগং কিংসের হাড়ির খবরও গোপন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়