শিরোনাম
◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল (ভিডিও)

চেক প্রতারণার মামলায় বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা।  

এদিকে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসলে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা আমার সাবজেক্ট নয়। 

তিনি আরো বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতির সঙ্গে উচিত না। এটা চলমান অবস্থাতেও নয়। যারা ভবিষ্যতে খেলাধুলা ছেড়ে দেবেন তারা রাজনীতিতে যেতেই পারেন। এটা তাদের অধিকার। 

মির্জা ফখরুল দীর্ঘ সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হন। তিনি জানান, ১৯৯১ সালে বোর্ডের সদস্য হওয়ার অনেকদিন পর তিনি স্টেডিয়ামে এসেছেন।  

গত পাঁচ মাসে সাকিব আল হাসানের জন্য সময়টা বেশ কঠিন গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতায় পরিবর্তনের পর থেকে বিভিন্ন মামলায় তার নাম জড়িয়েছে। চেক প্রতারণার পাশাপাশি পুঁজিবাজার কারসাজির অভিযোগে তার বিরুদ্ধে ৫০ লাখ টাকার জরিমানা করা হয়।  

এছাড়া, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয় এবং তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও বাদ দেয়া হয়। এই ধারাবাহিক সমস্যার নতুন সংযোজন হলো তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা।  সূত্র : চ্যানেল 24 , সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়