শিরোনাম
◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি ক্রিকেটার ইহসানউল্লাহ দল না পেয়ে চিরতরে পিএসএল বয়কট করলেন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার ইহসানউল্লাহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৩ সালের আসরে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ডাক পেয়েছিলেন জাতীয় দলেও। কিন্তু চোটের কবলে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে চোট কাটিয়ে ফিরলেও দল পাননি এবারের প্লেয়ার্স ড্রাফটে। আর এতেই পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৩ সালের পিএসএলে নিজের অভিষেক মৌসুমে মুলতান সুলতানসের হয়ে বল হাতে গতির ঝড় তুলে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেছিলেন ইহসানউল্লাহ। বল করতে পারতেন ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে। দুর্দান্ত পারফরম্যান্স করে সে বছর এপ্রিলে ডাক পান নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজে। এরপর ওয়ানডে সিরিজে কনুইয়ের চোটে মাঠ থেকে ছিটকে যান ২২ বছর বয়সী এই পেসার। অভিযোগ আছে, ভুল চিকিৎসায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে।

চোট কাটিয়ে গত মাসে পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি আসর দিয়ে মাঠে ফিরলেও বোলিংয়ে আগের মতো গতি ছিল না ইহসানউল্লাহর।

সোমবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়ার পর এক প্রকার অভিমান করে এই টুর্নামেন্টকে চিরতরে বয়কটের ঘোষণা দেন ডানহাতি এই পেসার।

আমি আর কোনোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজকের পর থেকে এটা শেষ। আমি পিএসএলকে পুরোপুরি বয়কট করছি এবং অবসর নিচ্ছি। আমাকে কোনোদিন পিএসএল খেলতে দেখবেন না। আমি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই, পিএসএল খেলে না।

ইহসানউল্লাহ আগের গতিতে আর কোনোদিন বোলিং করতে পারবে না দেখে তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি বলে জানান মুলতান সুলতানসের মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়