শিরোনাম
◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ১২ ক্রিকেটারের কেউই আইপিএলে দল পেলো না 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান গত আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার জায়গা হয়নি তার। কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। বিসিবি সাকিব, মুস্তাফিজ ও তাসকিনসহ ১২ ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছিলো। কী আর করা, ফ্রাঞ্চাইজিরা কাউকে পছন্দ করলো না।

সোমবার ২০২৫ আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন নিলামে ওঠে বাংলাদেশের ক্রিকেটারদের নাম। তবে নিলামে ১২ জন ক্রিকেটারের নাম থাকলেও নিলামে ওঠে কেবল মুস্তাফিজ ও রিশাদ হোসেনের নাম।

মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। অন্যদিকে লেগ স্পিনার রিশাদের ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। দু’জনের কাউকে নিয়েই কোনো আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ।

গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে সেবার ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।

নিলামে থাকলেও ডাকের জন্য ওঠেনি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আল হাসানের নাম। এছাড়াও এই তালিকায় থাকা বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন - মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শেখ মাহেদী হাসান, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়