শিরোনাম
◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ১২:৪০ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই গোলে এগিয়ে থেকেও বেলিজিয়ামে আটকা পড়লো ইতালি

স্পোর্টস ডেস্ক: জয়ের পথে থাকা দলটি শেষ পর্যন্ত জয় বঞ্চিত। ইতালির খেলা তা-ই প্রমাণ করলো। নেশন্স লিগে বেলজিয়ামের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থাকা ইতালিকে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। বেলজিয়ামের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নেমেছিল কোচ স্পালেত্তির শিষ্যরা।

ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইতালি। কিন্তু, বিরতির আগে ইতালিয়ান মিডফিল্ডার পেল্লেগ্রিনি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয়। এরপরই প্রত্যাবর্তনের গল্প লিখলো বেলজিয়াম। ঘুরে দাঁড়িয়ে বেলজিয়াম পাল্টা জয়ের সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ গোলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় রাতে নেশন্স লিগের ম্যাচে বেলজিয়ামকে আতিথ্য জানায় ইতালি। ২৪তম মিনিটে আবারও ইতালির গোল। এবার ব্যবধান দ্বিগুণ করেন রেতেগি। বিরতির মিনিট পাঁচেক আগে আচমকাই জোড়া ধাক্কা খায় ইতালি। প্রথমে বেলজিয়ান ডিফেন্ডার আর্থারকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালিয়ান মিডফিল্ডার পেল্লেগ্রিনি। এরপর সেই ফ্রি কিক থেকে গোল আদায় করেন মাক্সিম দে কাওপার।

এরপর বাকি গল্প লেখে বিরতির পর। ম্যাচের ৬১তম মিনিটে ইতালিকে স্তব্ধ করে গোলটি করেন ট্রোসার্ড। জয়ের ানেক চেষ্টা করেও সফল হতে পারেনি ইতালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়