শিরোনাম
◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমির ভর্তি লেকে ঝাঁপ, 'কোস্তাও'র জন্য ভয়ংকর ঝুঁকি নিলেন নওয়াজউদ্দিন

‘কোস্তাও’ সিনেমায় কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

দুর্দান্ত অভিনয় করে যিনি বারবার সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন, তিনি হলেন বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কমেডি থেকে ভিলেন, সব চরিত্রেই তিনি অসাধারণ। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও নওয়াজউদ্দিন পুরোদস্তুর পারফর্মার।

নির্মাতা সেজাল শাহ পরিচালিত থ্রিলার ‘কোস্তাও’-র জন্য নওয়াজ এমন এক ঝুঁকি নিয়েছেন, যা শুনে চমকে উঠছেন নেটিজেনরা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোস্তাও’ সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যকে পর্দায় আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি সোজা ঝাঁপ দিয়েছিলেন গিজগিজে কুমির ভর্তি লেকে! ভয়াবহ বিপদের আশঙ্কা জেনেও সেই দৃশ্য নিজেই করেছিলেন নওয়াজ, এমনকি পাকা সাঁতারু না হওয়া সত্ত্বেও!

বিষয়টি নিয়ে নির্মাতা সেজাল বলেছেন, ‘আমরা অ্যাকশন দৃশ্যগুলোকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছিলাম। সে কারণেই কোনও ভিএফএক্স বা বডি ডাবল নয়, নওয়াজ নিজেই সব স্টান্ট করেছেন। এক জায়গায় একটা লেকে ডাইভ দিতে হয়, যেটা কুমিরে ভর্তি ছিল। সেটাও নওয়াজ নিজেই করেছেন! এতটুকুও পিছপা হননি করার আগে।’ 

শুধু তাই নয়, ছবির আরেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে ছিল একটি হাই-স্পিড বাইক চেজ। শ্যুটিং চলাকালীন বাইকের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নওয়াজ থামেননি! চরিত্রের মধ্যে এতটাই ঢুকে পড়েছিলেন তিনি যে বাইকের গতি কমানোর কোনও চেষ্টাই করেননি। ফলে ক্যামেরাতেও ক্যাপচার হয় সেই সত্যিকারের টেনশন।

প্রসঙ্গত, ‘কোস্তাও’ বাস্তব এক কাস্টমস অফিসার কস্তাও ফার্নান্ডেজ-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। গোয়ার ডার্ক স্মাগলিং ওয়ার্ল্ড ঘিরে আবর্তিত হয় গল্প। নওয়াজকে দেখা যাবে সেই কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়। যিনি একাই রুখে দাঁড়ান গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে।

তবে যেই মুহূর্তে তিনি সত্য উন্মোচনের পথে এগোন, সিস্টেমই তাকে ফাঁসিয়ে দেয় খুনের মামলায়! শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই- যেখানে প্রতিপক্ষ শুধুই অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন!

নির্মাতাদের মতে, নওয়াজের ‘কোস্তাও’ শুধুই থ্রিলার নয়, এটা একটা বিবৃতি। একটা অবস্থান। একটা বিদ্রোহ।

নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও এই সিনেমায় আছেন প্রিয়া বাপট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আজ ১লা মে ‘কোস্তাও’ মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়