সাইফ নাসির : বিশ্বে সবচেয়ে বেশি গাঁজা খায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মানুষ। বছরে এই শহরে মোট ৭৭ দশমিক ৪৪ মেট্রিক টন গাঁজা বিক্রি হয়েছে৷ এক গ্রামের দাম ছিল ১০ দশমিক ৭৬ ডলার ( বাংলাদেশের মুদ্রায় ৯০৮ টাকা)৷
নিউইয়র্কের পর সবচেয়ে বেশি গাঁজা খাওয়া হয়েছে করাচিতে৷ পাকিস্তানের এ শহরে এক বছরে ৪১ দশমিক ৯৫ মেট্রিক টন গাঁজা বিক্রি হয়েছিল ৷ প্রতি গ্রামের মূল্য ছিল পাঁচ দশমিক ৩২ ডলার (প্রায় ৪৫০ টাকা) ৷
ভারতের রাজধানীও খুব একটা পিছিয়ে ছিল না৷ সেখানে বিক্রি হয়েছে ৩৮ দশমিক ২৬ মেট্রিক টন গাঁজা আর প্রতি গ্রাম গাঁজার মূল্য চার দশমিক ৩৮ ডলার (৩৭০ টাকা)৷
বিশ্বে চতুর্থ স্থানে ছিল যুক্তরাষ্ট্রের আরেক শহর লস এঞ্জেলেস৷ সেখানে এক বছরে বিক্রি হয়েছিল ৩৬ দশমিক শুন্য ছয় মেট্রিক টন গাঁজা। প্রতি গ্রামের মূল্য আট দশমিক ১৪ ডলার (৬৮৭ টাকা)
মিশরের রাজধানী কায়রোতে এক বছরে বিক্রি হয়েছে ৩২ দশমিক ৫৯ মেট্রিক টন গাঁজা৷ প্রতি গ্রাম গাঁজার দাম ছিল সর্বোচ্চ ১৬ দশমিক ১৬ ডলার (১৩৬৪ টাকা)৷
ভারতের মুম্বাইও আছে সেরা দশে৷ সেখানে ২০১৮ সালে প্রতি গ্রামের জন্য চার দশমিক ৫৭ ডলার ( ৩৮৬ টাকা) খরচ করে কেনা হয়েছে মোট ৩২ দশমিক ৩৮ মেট্রিক টন গাঁজা৷
ব্রিটেনের রাজধানীতে এক বছরে বিক্রি হয়েছিল ৩১ দশমিক শুন্য চার মেট্রিক টন গাঁজা৷ প্রতি গ্রামের দাম ছিল নয় দশমিক দুই ডলার (৭৭৭ টাকা)৷
সেরা দশে যুক্তরাষ্ট্রের আরেক শহর চিকাগো৷ সেখানে এক বছরে বিক্রি হয়েছিল ২৪ দশমিক ৫৪ মেট্রিক টন গাঁজা, প্রতি গ্রামের দাম ছিল ১১ দশমিক ৪৬ ডলার (৯৬৮ টাকা)৷
রাশিয়ার রাজধানীতেও গাঁজার ব্যাপক চাহিদা৷ ২০১৮ সালে সেখানে মোট বিক্রির পরিমাণ ছিল ২২ দশমিক ৮৭ মেট্রিক টন৷ প্রতি গ্রামের দাম ছিল ১১ দশমিক ৮৪ ডলার (এক হাজার টাকা)৷
কানাডার টিরেন্টো শহরে এক বছরে বিক্রি হয়েছিল ২২ দশমিক ৭৫ মেট্রিক টন গাঁজা আর প্রতি গ্রামের দাম ছিল সাত দশমিক ৮২ ডলার (৬৬০ টাকা)৷