শিরোনাম
◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোর ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস

আহমেদ ফয়সাল: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলমান আসর প্রায় শেষের দিকে। চলছে সেমিফাইনালের খেলা। ইতোমধ্যেই প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে এই টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন স্পেন।

বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিগনাল ইদুনা পার্কে ১৭তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। জয়ী দল আগামী ১৫ জুলাই শিরোপা ঘরে তোলার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।

এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৯ সালে উয়েফা ন্যাশনস লিগের সেমি ফাইনালে। পাঁচ বছর আগের সেই সেমিতে ডাচরা ৩-১ গোলে হারায় ইংলিশদের। জুড বেলিংহাম-হ্যারি কেইনদের সামনে এবার প্রতিশোধের সুযোগ।

শিরোপা জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ডাচরা। অন্যদিকে ইংল্যান্ড ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছিল ইংলিশরা।

দীর্ঘ বিরতির পর ইউরোর সেমিতে উঠেছে নেদারল্যান্ডস। ২০০৪ সালের পর ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। যেখানে ডাচরা কাউন্টার অ্যাটাকে সম্প্রতি বেশ ভয়ানক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়