শিরোনাম
◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০১ জুলাই, ২০২২, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২২, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার

জস বাটলার

মাকসুদ রহমান: ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগান অবসর নেওয়ায় দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে। 

এর আগে ২০১৫ সালে ইংল্যান্ড দলের দায়িত্ব নেন ইয়ন মরগান। অধিনায়ক হয়ে শুরুটা মোটেও ভাল করতে পারেননি তিনি। তার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে গিয়ে একযুগ পর টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয় ইংলিশদের। অবশ্য নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে খুব একটা লম্বা সময় দরকার হয়নি ইংলিশদের। সে বছরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মরগানের নেতৃত্বে প্রথমবার চারশ রানের ইনিংস খেলে ইংল্যান্ড। 

অধিনায়ক হিসেবে যত বেশি দিন যেতে থাকে ততই দক্ষ হতে থাকেন মরগান। ঘরের মাঠে টানা ৬টি ওয়ানডে সিরিজ জিতে রেকর্ড গড়া বাংলাদেশের বিপক্ষে ২০১৬ সালে ১-২ ব্যবধানে ইংলিশদের সিরিজ জিতিয়ে বিশ্বের সামনে আলাদাভাবে পরিচয় করিয়ে দেন তিনি। ২০১৯ সালে তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

তবে, ২০২১ সাল থেকে ব্যাট হাতে ধারাবাহিক ফর্ম রক্ষায় ছন্দ পতন ঘটে মরগানের। তবে শেষ পর্যন্ত অনেকটা আকস্মিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। এছাড়াও মহেন্দ্র সিং ধোনির পর মরগানই একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। 

অপরদিকে, মরগান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই বৃটিশ গণমাধ্যমে গুঞ্জন উঠে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন জস বাটলার কিংবা মঈন আলি। শেষ পর্যন্ত বটলারকেই দায়িত্ব দিয়েছে ইসিবি।

অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বাটলার বলেন, আমি গত সাত বছরে ইয়ন মরগানকে তার অসামান্য নেতৃত্বের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। এটি দলের প্রত্যেকের জন্য সবচেয়ে স্মরণীয় সময় ছিল। তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন, এবং তার অধীনে খেলা দুর্দান্ত ছিল। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ইয়নের কাছ থেকে দায়িত্ব নেওয়া একটি বড় সম্মানের, এবং তিনি যে জায়গায় ইংলিশ হোয়াইট-বল ক্রিকেট ছেড়েছেন তা উত্তেজনাপূর্ণ সময়, এবং আমি সামনের চ্যালেঞ্জগুলির জন্য অনুপ্রাণিত।

তিনি আরো বলেন, সাদা বলের স্কোয়াডগুলোতে দুর্দান্ত শক্তি রয়েছে এবং আমি আগামী সপ্তাহে ভারতের বিরুদ্ধে শুরু হওয়া সিরিজের জন্য দলগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ এবং জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আপনার দেশের অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মান, এবং যখন আমি অতীতে পা রাখার সুযোগ পেয়েছি, আমি এটি করতে পছন্দ করেছি। আমি এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারি না।

স্থায়ীভাবে দায়িত্ব নেওয়া বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুলাই (বৃহস্পতিবার)। সাউথাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়