শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

বিএনপি

সঞ্চয় বিশ্বাস: ফরিদপুর শহরে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তাই শহর থেকে ৬ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ঢাকাপোস্ট

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী জানান, শহরের মধ্যে বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার জন্য অনুমতি দেয়নি জেলা পুলিশ। আমরা পুলিশের এ সিদ্ধান্তে অখুশি।

তিনি আরও বলেন, আমরা দলীয় কার্যালয়ের সামনে শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ্ সড়ক কিংবা অম্বিকা ময়দানে সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাই। সে প্রস্তাব নাকচ করে দেওয়ায় বিকল্প হিসেবে সরকারি ইয়াছিন কলেজের মাঠের প্রস্তাব করি। প্রশাসন সেটিও নাকচ করে দিলে পরবর্তী বিকল্প হিসেবে শহরের কমলাপুর মহল্লায় অবস্থিত ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের প্রস্তাব দেওয়া হয়। পুলিশ সে প্রস্তাব বাতিল করে দিয়ে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি দেয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শহরের যে কোনো জায়গাতেই সমাবেশ করার অনুমতি দিলে তাতে যানজটের সৃষ্টি হত। এর ফলে জনদুর্ভোগ ও ভোগান্তি বাড়তো।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়