শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : সাদেক আলী

শাহ মোয়াজ্জেম ছিলেন ইতিহাসের অংশ: ড. মোশাররফ 

শাহ মোয়াজ্জেম হোসেনের জন্য দোয়া মাহফিল

শাখাওয়াত মুকুল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বরেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন।  শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে কুলখানি অনুষ্ঠানে তিনি কথা বলেন। 

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু একটি ইতিহাসের সমাপ্তি হলো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এহসানুল হক মিলন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া- জাতীয় পার্টি-জাপা সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, উপস্থিত ছিলেন। 

শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়