শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : সাদেক আলী

শাহ মোয়াজ্জেম ছিলেন ইতিহাসের অংশ: ড. মোশাররফ 

শাহ মোয়াজ্জেম হোসেনের জন্য দোয়া মাহফিল

শাখাওয়াত মুকুল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বরেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন।  শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে কুলখানি অনুষ্ঠানে তিনি কথা বলেন। 

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু একটি ইতিহাসের সমাপ্তি হলো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এহসানুল হক মিলন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া- জাতীয় পার্টি-জাপা সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, উপস্থিত ছিলেন। 

শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়