শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : শাখাওয়াত মুকুল

শাহ মোয়াজ্জেম ছিলেন ইতিহাসের অংশ: ড. মোশাররফ 

শাহ মোয়াজ্জেম হোসেনের জন্য দোয়া মাহফিল

শাখাওয়াত মুকুল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বরেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের ইতিহাসের অংশ ছিলেন।  শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে কুলখানি অনুষ্ঠানে তিনি কথা বলেন। 

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির এক কিংবদন্তি ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু একটি ইতিহাসের সমাপ্তি হলো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এহসানুল হক মিলন। 

এ ছাড়া উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপি (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

এছাড়া- জাতীয় পার্টি-জাপা সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, উপস্থিত ছিলেন। 

শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়