গুমের মতো গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি নতুন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর প্রস্তাবিত এই আইনে গুম করার অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এসময় সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সুচিস্মিতা তিথিও সেখানে উপস্থিত ছিলেন।