দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাগবাটোয়ারার বাইরে থাকবে। তবে আদর্শের ভিত্তিতে যেকোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে তালিকা ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের দেয়া প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও পাইনি। এতে নির্বাচনি প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম গ্রহণ করা ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা জানানো হবে।
এ সময় দলটির জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করতে চায় এনসিপি। এ ছাড়া, স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উৎস: চ্যানেল২৪