শিরোনাম
◈ আইসিসির শাস্তি পেলেন ভার‌তের সূর্য ও পা‌কিস্তা‌নের হারিস ◈ গর্ভবতী ভারতীয় নারী‌কে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি হয়েছে, কলকাতা হাইকোর্টের রায় ◈ ড. ইউনূসের ভাষণ ঘিরে জাতিসংঘের সামনে সংঘর্ষ মারামারিতে বাংলাদেশিরা (ভিডিও) ◈ সার্ক পুনরুজ্জীবনের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে ◈ এ‌শিয়া কাপ ফাইনাল খেলার সময় ভারত‌কে বাংলাদেশ ভাব‌তে হ‌বে, পাকিস্তান দল‌কে ‌শো‌য়েব আখতা‌রের পরামর্শ ◈ সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন তার বোন ◈ তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ◈ গাজা যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারত নাকা‌নিচুবা‌নি খে‌য়ে সুপার ওভারে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জয় পে‌লো ◈ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ দপ্তরের সামনে আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা, বিএনপির একজন গ্রেপ্তার

জাতিসংঘে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পক্ষে-বিপক্ষে নিউ ইয়র্কে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের দুজনের ওপর হামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে বিএনপির একজন।

নিউ ইয়র্কের পুলিশ ব্যারিকেড দেওয়ার পাশাপাশি কর্মসূচি পালনে আলাদা জায়গা নির্ধারণ করে দিলেও পাল্টাপাল্টি স্লোগান ও উসকানিমূলক বক্তব্য আসে উভয় পক্ষ থেকেই। সমাবেশ শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া। ঘটনাস্থল থেকে বিএনপির রিয়াজ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ চড়াও হলে আত্মরক্ষার চেষ্টা করেন হৃদয়। এর আগে সমাবেশ চলাকালে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিআই রাসেল ‘ভুলে’ বিএনপির বেষ্টনীতে ঢুকে পড়নে ইউনূসের ব্যঙ্গচিত্র সংবলিত ‘গার্বেজ ক্যান’ হাতে নিয়ে। এ সময় বিএনপি কর্মীরা ইউনূসের সমর্থনে স্লোগান দিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে রাসেল আহত হন। এসময় পুলিশ দুজনকেই ধরে ফলে। এরপর আরেক পুলিশ ঘটনার বর্ণনা দিলে হৃদয়ের হ্যান্ডকাফ খুলে পাশের হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সমাবেশ চলাকালে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিআই রাসেল ‘ভুলে’ বিএনপির বেষ্টনীতে ঢুকে পড়নে ইউনূসের ব্যঙ্গচিত্র সংবলিত ‘গার্বেজ ক্যান’ হাতে নিয়ে। এ সময় বিএনপি কর্মীরা ইউনূসের সমর্থনে স্লোগান দিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে রাসেল আহত হন।

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মীর সমাগম ঘটে।

ইউনূসের ভাষণের সমর্থনে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশস্থলও ছিল নেতাকর্মীতে পূর্ণ। বিএনপির সমাবেশে কেন্দ্রীয় কমিটির কয়েক নেতাকেও দেখা গেছে। 

এদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন।

বিএনপি নেতারা ‘ফ্যাসিবাদের’ অবসানে মুহাম্মদ ইউনূসকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বিএনপি, নিউ ইয়র্ক স্টেট ও মহানগর বিএনপি ছাড়াও শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা স্লোগানে নেতৃত্ব দেন।

স্লোগানে নেতৃত্ব দেন মাওলানা আতিকুর রহমান, সাঈদুর রহমান, জসিম উদ্দিন, জাকির এইচ চৌধুরী ও আবু সাঈদ।

অপরদিকে বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, মোহাম্মদ আলী মানিক, প্রদীপ কর, আব্দুল কাদের মিয়া, মোহাম্মদ আলী সিদ্দিকী, সামাদ আজাদ, ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, মজিবর রহমান মিয়া, শাহিন আজমল, শাহনাজ মমতাজ, সাহানারা রহমান, জালালউদ্দিন জলিল, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, সেবুল মিয়া, জেড চৌধুরী জয়, জাহিদ খন্দকার ও হৃদয় মিয়া।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডিম হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন। এসময় দলটির নেতা তাসনিম জারা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্তার শিকার হন। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়