শিরোনাম
◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা! ◈ গঙ্গার পানি চুক্তি নিয়ে মঙ্গলবার দিল্লিতে আলোচনায় বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পিনাকী ভট্টাচার্যকে শশুরবাড়ি পাঠাতে বললেন হাসিনা!

হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে নয়, বরং আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে: পিনাকি ভট্টাচার্য (ভিডিও)

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা জারি করলেও, দিল্লি থেকে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আলোচনায় এসেছে ফ্রান্সে প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে ঘিরে শেখ হাসিনার একটি বক্তব্য। পিনাকি তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শেখ হাসিনাকে ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়— “পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও।” জবাবে নেতাকর্মীরা বলেন, “জি আপা, আমরা খবর নিয়েছি, তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে।”

ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি লেখেন, “হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে নয়, বরং আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে। দুইবারই সে আমার নামের সাথে শ্বশুরবাড়ির কথাও তুলেছে। কেন আমার শ্বশুরবাড়িকে নিয়ে তার এত সমস্যা, সেটা বুঝতে পারছি না।”

অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, “হাসিনা সম্ভবত আমাকে ধানমন্ডি ৩২ ভাঙার জন্য এককভাবে দায়ী মনে করে। আমি জানি, আওয়ামী লীগের পবিত্র আইকনগুলোর বিরুদ্ধে কথা বলার পরিণতি ভয়াবহ হয়। হাসিনা যতদিন বেঁচে থাকবে, ততদিন প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়