স্পোর্টস ডেস্ক : দুই দলই নিজেদের ম্যাচে দারুণ জয় পেয়েছে। দুই ম্যাচে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে জার্মানি।
ইউরোপিয়ান অঞ্চলের গ্রুপ-এ’র নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ই’গ্রুপের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককের জালে হাফ ডজন গোল দিয়েছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোববার (৭ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামে ইউরোপের এ দুই জায়ান্ট।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় জার্মানি। শুরুর ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আর হতাশা সঙ্গী হয়নি তাদের। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ই’গ্রুপের খেলায় স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ করে তুরস্ক। অপ্রতিরোধ্য এই দলটির কাছে ৬ গোল হজম করে তারা।