শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাইলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা ও ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা হলো নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখা, গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে যেন কেউ কারও বাধা হয়ে না দাঁড়ায়, রাজনৈতিক চর্চার ক্ষেত্রে জবরদস্তি কোনো মনোভাব না থাকা এবং জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও লালন করতে হবে, তাহলেই অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়