শিরোনাম
◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের ◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড ◈ পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী 

মনিরুল ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিটফোর্ড এলাকায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপিকে কালার করা ও রংচং দেয়ার চেষ্টা করছে। প্রশ্ন রেখে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?

তিনি বলেন, কোন ধরনের অপকর্ম সংঘাত, রক্ত ঝরানো মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত, এদের বিএনপিতে কোন ঠাঁই নেই। যারাই অপরাধ করছে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়া হয়েছে। দুই-একটি রাজনৈতিক দল মিছিল করে, বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আপনাদের অতীত ভুলে যাইনি আমরা। মিছিল করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছেন। তাতে কোন লাভ হবে না।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বড় দল। কোন ছিদ্রপথে দুই-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না। কিন্তু দুষ্কৃতিকারীরা কোনভাবেই যদি চিহ্নিত করা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল কখনোই কারপণ্য করেনি।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোন দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোন সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। দুষ্কৃতিকারীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি। 

অপরাধী যেন দলের মধ্যে ঢুকে মাথা চাড়া দিতে না পারে' নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রিজভী বলেন, আমি প্রশাসনকে ফোন করে বলেছি, অপরাধী যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না। কিন্তু আপনারা সেটা করছেন না কেন? এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়