শিরোনাম
◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চীন সফরে তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করলো বিএনপির প্রতিনিধি দল — বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাই-টেক খাতে সহযোগিতার আশ্বাস

মনিরুল ইসলাম: চীন সফরের তৃতীয় দিনেও (বুধবার) ব্যস্ত সময় পার করেছে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সানঝি প্রদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সানঝি প্রদেশ পিপলস কংগ্রেসের চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও ইয়েডি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাই-টেক প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন ঝাও ইয়েডি। পরে প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন তিনি।

এর আগে, সফরের দ্বিতীয় দিনে (মঙ্গলবার) বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও। বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিপিসির পক্ষ থেকে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

লি জিয়াং ঝাও এক চীন নীতি বিষয়ে বিএনপির স্পষ্ট অবস্থানকে স্বাগত জানান। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’–কে ‘বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে এক যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে প্রশংসা করে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দলের পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আয়োজনে এক মধ্যাহ্নভোজে অংশ নেয় বিএনপি প্রতিনিধি দল।

গত সোমবার শুরু হওয়া এই সফরে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়