শিরোনাম
◈ হত্যার পর স্ত্রীকে ১১ টুকরো করতে দেখার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী (ভিডিও) ◈ আপনার ইংরোজ দারুণ, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ইংরেজি শুনে চমকে গেলেন ট্রাম্প (ভিডিও) ◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১০:২৭ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মনিরুল ইসলাম, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "স্বৈরশাসকের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক ত্যাগের বিনিময়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অভ্যুত্থান আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে—একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের। এজন্য ছাত্র-জনতার প্রতি আমরা কৃতজ্ঞ।"

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে দলমত নির্বিশেষে দেশের সব প্রতিষ্ঠান এবং ক্রীড়াঙ্গনকে পুনর্গঠনের দায়িত্ব আমাদেরই নিতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “এই দেশ আমার, আমাদের সবার। আমি বহু আগেই বক্তৃতার মঞ্চে চলে এসেছি এবং এখন রাজনীতির জগতে আছি। কিন্তু আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতি আনার পক্ষপাতী ছিলাম না। আমি বিশ্বাস করি, ক্রীড়াঙ্গনকে অবশ্যই রাজনীতি মুক্ত রাখতে হবে।”

স্টেডিয়ামের পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, “আমি নিজেও একসময় খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার সুযোগও পেয়েছিলাম। এই স্টেডিয়ামে দেশ-বিদেশের নামকরা খেলোয়াড়রা খেলেছেন। ভবিষ্যতে এখানে জাতীয় ও জোনাল পর্যায়ের খেলার আয়োজন করলে ক্রিকেটের মান আরও বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, আয়োজক কমিটির সদস্য, বিভিন্ন টিম ম্যানেজমেন্ট ও সুধীজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়