শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুবদল নেতা নয়নের দুঃখ প্রকাশ

মনিরুল ইসলাম: পল্টনে তারুণ্যের সমাবেশ সুশৃঙ্খল রাখতে এক পর্যায়ের একজন হকারের গায়ে হাত তোলার অভিযোগ এসেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

এ বিষয়ে নয়ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফেসবুকে ক্ষমা চেয়ে বলেন, অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দের প্রাণপণ চেষ্টার পরেও লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে সুশৃংখল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব হিসেবে আমার আরো সচেতন থাকা উচিৎ ছিলো এবং ভবিষ্যতে এব্যাপারে আমি আরো সচেতন থাকবো। পাশাপাশি গতকালের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 

নয়ন আরেকটি স্ট্যাটাসে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার আবেগ অনুভূতি, ভালোবাসা, আনুগত্য আর শ্রদ্ধার সর্বোচ্চ স্তর।বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মী আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও আত্নার ভাই। আত্নীক সম্পর্কে আমরা  একটা ভালো পরিবার,আমরা শুধু শাসনই করিনা, সবসময় তারা থাকে আমাদের আদর ভালোবাসা মায়া ও মমতার ছায়াতলে। আমরা একই পরিবার, আমাদের সম্পর্ক সহোদর ভাইয়ের থেকেও কোনদিকে কম না। পারস্পরিক বোঝাপড়াটাই আসল, শাসন বারণ আর ভালোবাসা সব একই সুত্রে গাথা।

আমি আমাদের নেতাকর্মীদেরকে যেমন ভালোবাসি তেমন প্রয়োজনে শাসনও করি। রোদবৃষ্টি, ঝড় তুফান গুলি ও টিয়ারসেল সর্বক্ষেত্রে এইসব নেতাকর্মীরাই আমাদের সাথে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জিয়া পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য পোষন করে  জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকে। এর একমাত্র কারণ তাদের সাথে আমার রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। নিদুকেরা যাকিছু বলুক দেশ ও দলের জন্য আমার সংগ্রাম চলছে চলবে ইনশাআল্লাহ কোন আংশিক ভিডিও বা কোন রকম কোন প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাদের ইস্পাত-দৃঢ় ঐক্যে ফাটল ধরানো যাবে না  ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়