শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ০৯:১৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৩, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিএস তথ্যের মানে সন্তুষ্ট ৮৫ শতাংশ, বেশি ব্যবহার শিক্ষা-গবেষণায়

জাফর খান: ‘ইউজার স্যাটিসফিকেশন সার্ভে-২০২২’ শীর্ষক জরিপের এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ব্যবহারকারীদের মধ্যে ৭২ দশমিক ৯৯ শতাংশ ‘ভালো’ এবং ১২ দশমিক ৬৭ শতাংশ ‘খুব ভালো’ বলে তাদের  মত দিয়েছেন। অন্যিকে তথ্যের মান বিবেচনায় ৮৫ দশমিক ৬৭ শতাংশ ব্যবহারকারী এটিকে সন্তুষ্ট বলে উল্লাখ করেছেন। এসব তথ্য শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে বলেও জরিপে দেখা যায়। জাগো নিউজ

আর সেবা প্রাপ্তির ক্ষেত্রে সন্তুষ্টির মাত্রা বিবেচনায় ৬৭ দশমিক ০৬ শতাংশ ব্যবহারকারী এর মানকে ‘সন্তোষজনক’ বলে মত দিয়েছেন। সময় টিভি 

প্রতিবেদন সূত্রে জানা যায়, তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের ৬১ দশমিক ২২ শতাংশ বিবিএস’র ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে থাকেন যার হার অন্যান্য যোগাযোগ মাধ্যমের তুলনায় বেশি। সামগ্রিকভাবে প্রায় ৩৭ দশমিক ৫৩ শতাংশ উত্তরদাতা গত ২৪ মাসে প্রায় ২ থেকে ৫ বার বিবিএস’র সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে এমন একটি প্রতিবেদন এই প্রথমবারের মত প্রকাশ করলো বিবিএস কর্তৃপক্ষ। ঢাকা পোস্ট। 

বুধবার (১৫ মার্চ) আগারগাঁও বিবিএস পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ইউজার স্যাটিসফেকশন সার্ভে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় বিশেষ অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান।

অনুষ্ঠানের শুরুতে জরিপের ফল নিয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ‘এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট’র প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।  ঢাকা পোস্ট 

দিলদার হোসেন বলেন, জরিপটিতে অংশ নেওয়া ৬০৯ জনের মধ্যে ৫৮০ জন উত্তরদাতার তথ্য উপাত্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে উত্তরদাতাদের ৭০ দশমিক ৫২ শতাংশ জনসংখ্যা, জনমিতি এবং জন্ম, মৃত্যু, বিয়ে, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। উত্তরদাতাদের ৬৫ শতাংশ পরিসংখ্যানের বিভিন্ন বিষয়ভিত্তিক বিস্তারিত তথ্য- উপাত্ত প্রকাশের বিষয়ে মত প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আর ৪২ দশমিক ১৪ শতাংশ প্রায় তাদের প্রত্যাশিত তথ্য খুঁজে পেয়েছেন বলে জরিপে উঠে এসেছে।

তবে সরকারি পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে ৪৬ দশমিক ৫৭ শতাংশ নির্দিষ্ট কোনো সময়সীমা অনুসরণ করেননি। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, জাতীয় পরিসংখ্যান ব্যুরোকে অধিকতর লক্ষ্যভিত্তিক, সমন্বিত কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে ২০১৩ সালে সরকার পরিসংখ্যান আইন পাস করার পর একই বছর জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্রও গৃহীত হয়। 

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, জরিপটির মূল উদ্দেশ্য ছিল সরকারি পরিসংখ্যান নিয়ে ব্যবহারকারী ও অংশীজনদের সন্তুষ্টির মাত্রা নিরূপণ ও তাদের মতামত এবং পরামর্শ গ্রহণ করা। 

জরিপ পরিচালনার ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বেসরকারি উন্নয়ন সংস্থা, এবং গণমাধ্যমসহ সুশীলসমাজের প্রতিনিধিরা তথ্য দিয়ে সহায়তা করেছেন বলে জানান তিনি।
এম

জেকে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়