মিজানুর রহমান খান: আমরা যে গড্ডালিকা প্রবাহে ভাসি তার আরও একটি উদাহরণÑ কারও মৃত্যুসংবাদ শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে কেউ কারও মৃত্যুর সংবাদ পোস্ট করলে দেখা যায় তার নিচে বেশির ভাগ মানুষ এই মন্তব্য করেছেন। কারও মৃত্যুর খবর পেলে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। কিন্তু আমরা সেটা না করে উপরে উল্লেখিত কোরআনের আয়াতটি উচ্চারণ করি। এর অর্থ হচ্ছে- আমরা তো আল্লাহ্রই, আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এই কথাটি মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া হয় না। এটা বরং নিজের জন্য দোয়া হতে পারে। এই কথাটি বলে আমরা নিজেদের স্মরণ করিয়ে দিই যে মৃত এই ব্যক্তির মতো একদিন আমাকেও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমি যেন প্রস্তুত হয়ে যাই। তাই শুধু মৃত্যুর সংবাদে নয়, বরং এই আয়াত সর্বক্ষণ পাঠ করা যায়। কারও মৃত্যুর খবর পেলে আমরা বলতে পারি আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন এবং তার গুনাহ মাফ করে দেন এবং তার পরিবারকে এই শোক বহন করার শক্তি দান করেন। কিন্তু সেই যে শৈশবে শুনেছি মৃত্যুর খবর শুনলে কোরআনের আয়াতটি উচ্চারণ করতে হবে, তারপর থেকে এর অর্থ জানি আর না জানি, এটাকে দোয়া হিসেবে পড়ে আসছি। এই দোয়া পাঠ করা ক্ষতির কিছু নয়। নিজেকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া ভালো। কিন্তু আমি বলবো তার চেয়েও ভালো মৃত ব্যক্তির জন্য একটু প্রার্থনা করা।
লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে