ইমতিয়াজ মাহমুদ: হিন্দু পারিবারিক আইন সংস্কারের বিরোধিতা যারা করেন তাদের অনেককে বলতে দেখেছি, বাংলাদেশের ৯৯ শতাংশ হিন্দু নাকি এই সংস্কারের বিরোধিতা করে। যারা এইটা বলে ওরা ডাহা মিথ্যা কথা বলে। আপনি যদি এরকম কারও দেখা পান তাদের জানিয়ে দিতে পারেন যে, আইন কমিশন তাদের রিপোর্ট প্রণয়নের আগে একটা বেশ বিস্তারিত জরিপ করেছে।
হিন্দু নাগরিকদের মধ্যে পরিচালিত সেই জরিপে দেখা গেছে যে ৮৬ শতাংশ মানুষ নারীর উত্তরাধিকারের পক্ষে মতামত দিয়েছে আর মাত্র ১০ শতাংশ মানুষ এর বিপক্ষে ভোট দিয়েছে, ৪ শতাংশ মানুষ কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। শোনেন, এসব মিথ্যাচার করে নারীর অধিকার আদায় ঠেকিয়ে রাখতে পারবেন না। হয়তো বিলম্বিত করতে পারেন কিছুদিন, কিন্তু হিন্দু আইনে নারী ও পুরুষের সমান অধিকার এই দেশেও বাস্তবায়িত হবেই। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে