শিরোনাম
◈ গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত পাওয়া গেল ◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:২৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ভাঙচুর শুরু হয়ে যায় একসময়’

সুমন্ত আসলাম

সুমন্ত আসলাম: দেড় ঘণ্টা ধরে একনাগারে কথা বলে যাচ্ছে বউ, কতদিন বাজারে যাও না, মনে আছে। বাসায় কোনো মাছ নেই, মাংস নেই, তরি-তরকারি কিচ্ছু নেই। কলেজে পরীক্ষা চলছে, সকালে যাই, চারটা পর্যন্ত ডিউটি দিতে হয়। বাসায় ফিরে মেয়ের পড়া নিয়ে বসতে হয়। এর মাঝে বাজারে যাবো কখন? কথার ঝড়ের ফাঁকে ফ্রিজটা খুললাম, নিচের অংশের দ্রব্য কমেই গেছে খানিকটা, কিন্তু উপরের অংশের দ্রব্যসমূহের যা দৃশ্যমান, তাতে আরও সাত দিন দুপুর-রাতের টেবিল সাজিয়ে দেওয়া যাবে নিশ্চিন্তে। ভ্রু কুঁচকিয়ে বউ তাকালো আমার দিকে, ‘ওখানে কী দেখো? আমি যা বলি তাই শোনো’। ‘শুনছি না কেবল, দেখছিও’। ‘কী দেখছো’!

‘মতপ্রকাশের স্বাধীনতা, আমি খালি ল্যাপটপ নিয়ে বসে থাকি, সংসারের কোনো চিন্তা নেই, বাজারের কী হালচাল জানা নেই আমার, আরও কতো কী’। আমি একটু থেমে বলি, ‘মতপ্রকাশের স্বাধীনতা এবং তা বোঝার ও সয়ে যাওয়ার প্রক্রিয়ার মাঝেই যে অপার শান্তি, সেটা কেবল আমি বুঝলাম, আমেরিকা বুঝলো, কিন্তু আমাদের যারা ভালোবাসার কথা শোনান প্রতিদিন, তারা বোঝে না, সম্ভবত জানেও না’।
বউ কী বুঝলো জানি না, মতপ্রকাশের স্বাধীনতা আপাতত বন্ধ করে দিলো সে চুপচাপ। একটু পর কিচেনে কী একটা ভাঙ্গার শব্দ হলো। আমি আরও বুঝে গেলাম, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ভাঙচুর শুরু হয়ে যায় একসময়, ভয়ংকর কিছু শব্দ হতে থাকে প্রতিবাদের। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়