শিরোনাম
◈ জাতীয় নির্বাচ‌নের দিন গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় ◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঔপন্যাসিক ও ছোটগল্পকার শহীদুল জহিরের প্রয়াণ দিবস

পাপ্পী আয়ান

পাপ্পী আয়ান: [১] শহীদুল জহির ছিলেন বাংলাদেশি ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং সরকারি ঊর্ধ্বতন আমলা। তিনি বাংলা সাহিত্যে জাদুবাস্তবতার অন্যতম প্রবর্তক, বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। বাংলা কথাসাহিত্যে তিনি যোগ করেছেন স্বতন্ত্র রীতি-পদ্ধতি, যা ‘শহীদুল জহিরীয়’ ধারা বা প্রবণতা হিসেবে পরিচিত।

[২] শহীদুল জহির ১১ সেপ্টেম্বর ১৯৫৩ সালে পুরান ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তিনি মাত্র তেইশ বছর বয়সে গল্প লেখা শুরু করেন। ১৯৭৪ সালে তার ‘ভালবাসা’ গল্পটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। ১৯৯১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্টরাষ্ট্রে যান। 

[৩] শহীদুল জহিরের ৭টি উপন্যাস, ৩টি ছোটগল্প সংকলন, ২টি গল্প সংকলন, ২টি উপন্যাস সংকলন, ১টি রচনাসমগ্র, ১টি অপ্রকাশিত-অগ্রন্থিত সংকলন রয়েছে। তাঁর সর্বমোট ছোটগল্পের সংখ্য ২৭টি। বাংলা ছোটগল্পে তিনি যুক্ত করেছেন নতুন মাত্রা। তাঁর গল্প সংকলনের মধ্যে রয়েছে- ‘পারাপার (১৯৮৫)’, ‘ডুমুরখেকো মানুষ’ ও ‘অন্যান্য গল্প (২০০০)’ এবং ‘ডলু নদীর হাওয়া’।

[৪] শহীদুল জহির শিক্ষাজীবন শুরু করেন ঢাকার র‌্যঙ্কিক স্ট্রিটের সিলভারডেল কিন্ডারগার্টেন স্কুলে। পরবর্তী সময়ে তিনি ১৯৬৮ সালে মানবিক বিভাগ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকবর্ষে ভর্তি হন। তিনি ১৯৭৬ সালে স্নাতক এবং ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। [৫] শহীদুল জহির ব্যক্তিগত জীবনে ছিলেন নিভৃতিচারী। বিখ্যাত এই গল্পাকার হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ মার্চ ২০০৮ সালে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়