তথ্য গোপনের অভিযোগে কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনির চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা হয়েছে।
আপিল আবেদনে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, যা নির্বাচন আইন ও বিধিমালার পরিপন্থী। এ কারণে তাঁর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।