শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, ৬ জন গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে একটি অসাধু চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতের বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ ও আরএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে উপশহরর সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল মামুন (৪২), পিতা: মো. শুকুর উদ্দিন, গ্রাম: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ; মো. মাহবুব আলম (৪৬), পিতা: মো. আব্দুস সাত্তার, গ্রাম: নোনাভিটা, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী; মোছা. আনজুয়ারা খাতুন (২৫), পিতা: মো. আলাউদ্দিন, গ্রাম: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ; মো. জুলফিকার আলী (৪০), পিতা: মো. আকবর আলী, গ্রাম: চক সুখদা, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ; মো. নয়ন আলী (২৭), পিতা: ওমর আলী, গ্রাম: হাট কালুপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ; এবং রায়হান কবির (৩০), পিতা: সাইফুল ইসলাম, গ্রাম: দাওই, থানা: মান্দা, জেলা: নওগাঁ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে আজ ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে প্রতারণা করছিল।

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও অজ্ঞাতনামা আসামি জড়িত থাকার আশঙ্কা রয়েছে এবং তাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। গ্রেপ্তারকৃত অন্য আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়