শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৫১ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আপনি একজন কমিউনিস্ট’

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: [১] ১৯৯৪ সালের দিকে আওয়ামী লীগের বিএনপি সরকার বিরোধী আন্দোলন তীব্র হতে থাকে। অতএব আমরা যারা রিপোর্টার তাদের মাঠে মানে রাস্তায় অনেক সময় কাটাতে হতো। আমি তখন বিবিসিতে। একবার ঝামেলায় বেশ ককটেল ফোটে, বোমাবাজি হয়। ঢাকার বাইরে থেকে চাকরির সন্ধানে আসা এক যুবক বোমা খেয়ে মারাত্মক আহত হয়। তার পায়ের হাড্ডিগুলা মাংস ভেদ করে বের হয়ে যায়। গুলিস্তান আওয়ামী লীগ গুলিস্তান অফিসার নিচেই এটা ঘটে। 

[২] তার এই অবস্থা দেখে আমি সার্জেন্ট পুলিশকে গিয়ে এক ধমক দিয়ে বলি, ‘একে হাসপাতালে নিচ্ছেন না কেন? ‘ওই পুলিশ আমাকে এক কাউন্টার ঝাড়ি মারে। ‘আমাদের বহু লোক আহত হয়েছে। আগে ওদের নেবো, তারপর। ‘কিছু বলার নাই, চলে এলাম, নতুন কই যেন আগুন লাগসে ওটা দেখতে। ওই সময় আমি লক্ষ্য করলাম আমাকে ভিডিও করছে।  আমায় পাত্তা দেই নাই । তারপর গুলি শুরু হয়, আর আমরা আশ্রয় সন্ধানে দৌড়াই। 

[৩] দুপুর দুইটার দিকে এক পুলিশ আমাকে খুঁজে বের করে বললো সেই লোককে হাসপাতাল নেওয়া হয়েছে। আর বিকেলে ছয়টার দিকে সামাদ ভাই ফোন করে জানালেন, ‘থ্রি ডেড ও ওই ছেলেটা মারা গেছে।’ সামাদ ভাই তাকে ইন্টারভিউ করেছিলেন। আর বাজানো হয়নি। আমাদের দুজনার রিপোর্ট লোকে ভালো বলেছিল নিরপেক্ষতার জন্য। 

[৪] এর কয়দিন পর আবার গন্ডগোল, আমরা আবার রাস্তায়। ওই দিনের পুলিশের  মধ্যে কয়েকজন এসে আমাকে সালাম দেয় হাসি মুখে, ‘স্যার আপনার ভিডিও সবাই দেখসে, ওরা বলছে আপনি কমিউনিস্ট’। এই বলে আমার হ্যান্ডশেক করতে লাগল। আল্লাহ জানে, এই কারণে কেন হ্যান্ডশেক করলো। তবে আমার ধারণা পুলিশ ভাইরা ভাবসে এটা কোনো ডিগ্রি বা পীর আউলিয়ার মুরিদের সূচক ও মাইজভাণ্ডারী, লালন সিলসিলার মতো কিছু। যাই হোক ‘কমিউনিস্ট’ বইলা হাত তো মিলাইসি পুলিশের সাথে, কপাল এরে কয়। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়