শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলা উপভোগ করুন

আহসান হাবিব

আহসান হাবিব: খেলা উপভোগ করুন। মানুষ এটা আবিষ্কার করেছে নিজেকে সভ্য করার জন্য। তার ভেতরে যে আদিম বন্যতা আছে, খেলা তা পরিহার করার একটি শ্রেষ্ঠ উপায়। খেলা মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। সংস্কৃতির যত মাধ্যম আছে, খেলা তাদের মধ্য শ্রেষ্ঠ এই কারণে যে এর মধ্য দিয়ে যেমন নির্মল বিনোদন দেয়া যায়, শরীরও পায় তার ফিটনেস ও নিরোগ থাকার সব উপাদান এবং সবচাইতে সেরা যে কাজটি করে তা হলো খেলা অবসরকে আনন্দে ভরিয়ে তোলা। এর মধ্য দিয়ে সে নিজেকে মার্জিত করে এবং সভ্য হয়ে ওঠার পথে পা বাড়ায়। খেলা যখন আবিষ্কার হয়নি, তখন মানুষ বন্য ছিল, একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই বন্যতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হলো খেলা। খেলা মানুষকে যুক্তি এবং নিয়মের মধ্য বেঁধে ফেললো। এই নিয়মই মানুষকে আদিম বন্যতা মুক্তির পথ দেখালো।

খেলা একটি শিল্প। যারা খেলোয়াড় তারা এক একজন শিল্পী। তারা মানুষকে শিল্পের আনন্দে মাতিয়ে রাখে। তবে খেলায় যেহেতু জয় পরাজয় থাকে, তাই মননে প্রতিযোগিতার একটি জেদ কাজ করে। এটা খেলার সবচাইতে সেরা দিক। তবে তারও চেয়ে সেরা হলো খেলার ফল যাই হোক মেনে নেয়ার স্পিরিট। প্রতিপক্ষ দলের কেউ একে অপরের শত্রু হয় না, বরং পরম বন্ধু হিসেবে ব্যবহার করে। এখন ফুটবল বিশ্বকাপ চলছে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় শো এটি। সত্যি তাই। এবং এজন্যই সারা পৃথিবীর মানুষ এই খেলাকে উপলক্ষ্য করে উন্মাদনায় মেতে ওঠে। প্রায়ই লক্ষ্য করি এই দেশে উন্মাদনাকে ছাপিয়ে কেউ কেউ সহিংস হয়ে ওঠে। এই সহিংসতাই প্রমাণ করে মানুষ এখনো অসভ্য রয়ে গেছে। খেলাকে কেন্দ্র করে সহিংসতা নয়, নির্মল আনন্দে মেতে উঠুন। যে দলই জিতুক, অভিবাদন জানান। খেলার মূল প্রেরণা মানুষকে সভ্য করা এবং আনন্দে রাখা। তাই হোন এবং সকলে মিলে খেলা উপভোগ করুন। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়