শিরোনাম
◈ সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে ◈ মামলা নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত ◈ জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন  লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ নিয়ামক: প্রধানমন্ত্রী  ◈ ৪৩ বছরের গাড়ি রাস্তায় কিভাবে চলে বিআরটিএ কর্মকর্তাদের কাছে চাইলেন ওবায়দুল কাদের ◈ ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা দুবাইয়ের ◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৪ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিখিত শর্ত, বাংলা সিনেমায় এখন জীবন থেকে কিছুই নেয়া যাবে না? 

মিরাজুল ইসলাম

মিরাজুল ইসলাম: আমির খানের প্রডাকশন হাউসের কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটি নেটফ্লিক্সে দেখার পর যা মনে হলো সেটা প্রায় সবসময় হয়। কিছুদিন আগে দেখলাম ‘কাঁঠাল’। কমেডির আড়ালে সমাজ কাঠামো। ভারতে এমন ধাঁচের জীবনধর্মী, সমাজ সচেতন সিনেমাগুলোর মতো গল্প আমাদের দেশের বাস্তবতায় মিল থাকলেও আমরা কেন পারি না? কেন আমাদের সিনোমাগুলো একই ধাঁচের প্রেম-কমেডি, কিছুটা থ্রিলার, কিছুটা অভিনেতা অভিনেত্রীর ক্যারিকেচার, কিছুটা বাস্তব সমাজ থেকে নেওয়া হলেও এক গাদা মেলোড্রামা, কিছুটা ভায়োলেন্স, তাও তামিল ছবি থেকে ধার করা এবং বাকিটা মিডিয়া গিমিক। আমাদের দেশে অন্তত পাঁচজন নবীন পরিচালক আছেন যারা পারেন এই ধারার বাইরে কাজ করতে। কিন্তু তারা করছেন না রাজনৈতিক প্রতিবন্ধকতার কারনে। তারা পারছেন না দেশে কোনো চলচ্চিত্র অবকাঠামো নেই বলে। তাদের লড়াই করতে হচ্ছে এফডিসি নামক তথাকথিত ফিল্ম ইন্ডাস্ট্রির মাফিয়াতন্ত্রের সঙ্গে।

আরো কিছু কারণ থাকলেও সাম্প্রতিক সময়ে যে অল্প ক’জন পরিচালক টেলিফিল্ম, ওটিপি প্ল্যাটফর্ম, আঁতলামি ধারার নন-কমার্শিয়াল ছবি, ঝন্টু-অনন্ত জলিল ঘরানার বাইরে, কিংবা রাজনৈতিক প্রপাগাণ্ডার (পড়ুন আওয়ামী ধারা) ঊর্ধ্বে বড় পর্দার জন্য সিনেমা বানানোর চেষ্টা করছেন রায়হান রাফী তাদের মধ্যে অন্যতম। এখন জানতে পারছি রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে। কারণ সিনেমাটির কাহিনিতে সাংবাদিক দম্পতি ‘সাগর-রুনি’ হত্যাকাণ্ডের মিল পাওয়া গেছে। যদিও পরিচালক তা অস্বীকার করে আসছেন। বাংলাদেশের সিনেমা সাবালক হয়েছে ঠিকই সেই জহির রায়হানের আমলে। তবে অলিখিত শর্ত হচ্ছে, এখন জীবন থেকে কিছুই নেয়া যাবে না। লেখক ও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়