মুনশি জাকির হোসেন: বাংলাদেশের চলমান হাজারো সমস্যার মৌল সমস্যা হলো ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থাপনা। যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে প্রায় ৩০ লাখ টাকা খরচ করতে হয়, যেখানে এমপি নির্বাচনে ১০০ কোটি টাকা খরচ করতে হয়, এভাবে প্রতিটি নির্বাচনেই অর্থের বিনিয়োগ এক অনিবার্য অনুসঙ্গ। এখন প্রশ্ন হলো, এই নির্বাচনে কারা এত অর্থ খরচ করছে? তারা কেনো করছে? তাদের এই অর্থের উৎস কউ? যারা এই বিপুল অর্থ ব্যয় করে নির্বাচিত হচ্ছে তারা কীভাবে, কতো দিনে ওই অর্থ তুলে নেবে। বঙ্গবন্ধুর বাকশাল প্রবর্তিত নির্বাচনী ব্যবস্থাতে নির্বাচনের সকল খরচ বহনের দায়িত্ব ছিল নির্বাচন কমিশন/সরকারের। ফলে কালো টাকা, পুঁজিবাদ/পুঁজিপতির প্রভাবের যেমন সুযোগ ছিল না, তেমনি সৎ/বিত্তহীন/যোগ্য মানুষের নির্বাচন করার সুযোগ ছিল। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :