শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:১৪ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দীতে পাকিস্তান আত্মসমর্পণ করায় বিএনপি সেখানে সমাবেশ করতে চায় না: তথ্যমন্ত্রী 

ড. হাছান মাহমুদ

আনিস তপন: ড. হাছান মাহমুদ আরো বলেছেন, আরেকটি কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানেই স্বাধীনতার ডাক দেন। এসব কারণেই সেখানে সমাবেশ করতে তাদের অনীহা। 'বুদ্ধিজীবী  হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ' শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই কর্মসূচি আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের তারিখ হিসেবে বেছে নেওয়ার কারণ হলো, যারা বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেই এখন বিএনপির নেতা। যে জামায়াতে ইসলামের নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ হয়েছিল সেই জামায়াত এখন তাদের জোটের প্রধান সহযোগী। তাই যেদিন বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়েছিল সেদিনই তারা সমাবেশের তারিখ হিসেবে বেছে নিয়েছে। আর যে দলের মহাসচিব বলেন পাকিস্তানই ভালো ছিল, তার এ দেশে রাজনীতির অধিকার নাই।

মন্ত্রী বলেন, বিএনপি বলেছে ১০ লাখ মানুষের সমাবেশ করবে। অথচ নয়াপল্টনে জায়গা হবে ৩০-৫০ হাজার মানুষের। রাস্তায় সমাবেশ করলে গাড়ি ভাঙচুর, নৈরাজ্য করা যাবে। এজন্য তারা নয়াপল্টনের প্রতি অটল। প্রধানমন্ত্রী তাদের সুবিধার্থে সোহরাওয়ার্দীতে অনুমতি দিয়েছিলেন।  তারা যাতে বেশি লোক সমাগম করতে পারে। তারা সমাবেশ করবে বলেই ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে আনা হয়েছে। সারাদেশে মাঠে সমাবেশ করেছে কিন্তু ঢাকায় নয় কেন?

পল্টনে সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্ট করলে সরকারকঠোর হতে বাধ্য হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সারাদেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের এনে ঢাকায় বিশৃঙ্খলা করার লাইসেন্স দেওয়া হবে না। মানুষের শান্ত নিশ্চত করতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতারা অবস্থান নেবে। বেশি বিশৃঙ্খলা হলে সরকার কঠোর হতে বাধ্য হবে। সম্পাদনা: খালিদ আহমেদ

এটি/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়