শিরোনাম
◈ রাষ্ট্রীয় মালিকানায় আসছে দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক, গ্রাহকদের আস্থা ফেরানোর আশা ◈ ভুয়া দৃষ্টিভঙ্গি বনাম বাস্তব ঝুঁকি: বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় প্রশ্নে সংকট ◈ জনতার দাবি মৃত ব্রাহমা গরু জবাই, যা বললেন আলোচিত খলিল (ভিডিও) ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সহজ ম‌্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো বাংলা‌দেশ ◈ ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই ◈ বাংলাদেশে নিবন্ধিত প্রতিষ্ঠান ৩ লাখ ৫ হাজার,, কী পরিমাণ রাজস্ব মেলে? ◈ বাজারে ইলিশের চড়া দাম: ট্যারিফ কমিশনের প্রতিবেদনে ১১ কারণ ◈ দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে যেভাবে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮-৯ অক্টোবর ছুটি? যা বলছে মাউশি ◈ ‌ঝি‌লি‌কের ঝলক, পা‌কিস্তান‌কে উ‌ড়ি‌য়ে দি‌য়ে নারী বিশ্বকাপে দারুণ সূচনা বাংলা‌দে‌শের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি দিল ইসি

নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে। এ বিষয়ে এরই মধ্যে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন পরিচালনার বিধিমালায় না থাকায় এনসিপির পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না বলেও চিঠিতে জানানো হয়।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নতুন দল নিবন্ধন নিয়ে ইসির সিদ্ধান্ত বিষয়ে এ চিঠি পাঠান। চিঠিতে ইসি জানায়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে অন্তর্ভুক্ত নেই।

এ অবস্থায় দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০৮ (১) (খ)-এর বিধান সম্পর্কে অবগত করা হয়। ওই বিধান অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে। এইভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে। যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক লাভে ইচ্ছা প্রকাশ করে।

এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ (১) অনুযায়ী ইসির দেয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে।

চিঠিতে দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পছন্দের প্রতীক আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে। সূত্র: চ্যানেল ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়