শিরোনাম
◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক! ◈ যুক্তরাষ্ট্র ফেরত টাঙ্গাইল জেলা আ.লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার ◈ বালিয়াডাঙ্গী উপজেলা সম্মেলন ঘিরে বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ, ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ◈ সাম্প্রতিক বন্যায় গোমতীর চরে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত ◈ বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,থানায় মামলা দায়ের ◈ ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ জনকে আটক  ◈ পরকীয়া প্রেমিকের ঘরে উঠতে না পেরে স্বামীর নামে যৌতুক মামলা ◈ মুজিববাদী সংবিধানের নতুন পাহারাদার বিএনপি, পটুয়াখালীতে নাহিদ ইসলাম ◈ কাপাসিয়ায় এক রাতে কৃষকের ৮ গরু চুরি, আতঙ্কে কৃষকরা ◈ তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে, তারা গণতন্ত্রের শত্রু : মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূর্নীতিবাজদের ভীড়ে ইতিহাস গড়লেন ধর্ম উপদেষ্টা, হাজিদের টাকা ফেরত দেয়ার ঘোষণা প্রশংসায় ভাসছেন (ভিডিও)

হাজিদের অব্যবহৃত সেবার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই পদক্ষেপকে হজযাত্রীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং স্বচ্ছতার একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হাজিদের উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

জানা যায়, ২০২৪ সালের হজের সময় বিভিন্ন কারণে কিছু পরিষেবা যেমন - মোয়াল্লেম ফি, তাঁবু ভাড়া, বা খাবার বাবদ যে অর্থ নেওয়া হয়েছিল, তার কিছু অংশ অব্যবহৃত রয়ে যায়। ধর্ম উপদেষ্টা এই অব্যবহৃত অর্থ হাজিদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণা হজযাত্রীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সর্বমহলে এটি প্রশংসিত হচ্ছে।

সাধারণত, হজের পর অব্যবহৃত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা পড়ে অথবা পরবর্তী বছরের হজের ব্যয় নির্বাহে ব্যবহৃত হয়। তবে, এবার সরাসরি হাজীদের কাছে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তকে একটি ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী 'প্রশংসনীয়' এবং 'জনবান্ধব' উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত হজযাত্রীদের প্রতি সরকারের সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় বহন করে। বিশেষ করে, যখন হজযাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে নানা রকম অভিযোগ ওঠে, তখন এমন একটি স্বচ্ছ ও সহানুভূতিশীল সিদ্ধান্ত মানুষের আস্থা বাড়াতে সাহায্য করে।

এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও টুইটারে ধর্ম উপদেষ্টার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে আখ্যায়িত করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক পদক্ষেপের আশা প্রকাশ করেছেন।

রোববার (১৩ জুলাই) চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি।কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়