শিরোনাম
◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

চিপস কিনে দেয়ার কথা বলে ১ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ, মঠবাড়িয়া থেকে উদ্ধার 

মাসুদ আলম : রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে অপহৃত ১ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে (৮) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে (র‍্যাব)। এ ঘটনায় শিশুটির মায়ের পরিচিত যুবক হৃদয়কে (৩০) গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি।

এর আগে শনিবার রাতে র‍্যাব ২ ও ৮ এর যৌথ আভিযানিক দল মঠবাড়িয়া থানার আমরাগাছি হোগলপাতি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান।

র‌্যাব জানিয়েছে, গত সোমবার রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার নামে এক শিশু অপহরণের শিকার হয়। ভুক্তভোগী নূরের মায়ের সঙ্গে হৃদয় নামে এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে সোমবার শিশুটিকে নিয়ে তার মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় হৃদদের সঙ্গে দেখা করতে যান। সেখানে শিশু নূরকে চিপস কিনে দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করেন হৃদয়।  

এরপর শিশুটির মা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে শিশুটির বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত বুধবার অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির মাকে ফোন করে মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ৬ হাজার টাকা দেয়। শিশুটির বাবা র‍্যাব ২- এর কাছে নূরকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত নূরকে দ্রুত উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, অপহরণকারী হৃদয় মুক্তিপণ আদায় করতে শিশুটিকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়