শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ঘণ্টার জন্য শিথিলের পর বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ শুরু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ এবং তাণ্ডবের পর শুক্রবার (১৯ ‍জুলাই) রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়। এ ধারাবাহিকতায় রোববার (২১ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত কারফিউ চলছিল। ২ ঘণ্টার জন্য শিথিলের পর বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ শুরু হয়েছে। সূত্র : সময় টিভি

এরআগে, শনিবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারফিউ বিষয়ে এমন নির্দেশনার কথা জানিয়েছিলেন।

এদিকে নির্বাহী আদেশে দেয়া দুই দিনের ছুটিতে সোমবারও (২২ জুলাই) অফিস-আদালত বন্ধ থাকবে। সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট ও শিল্পকারখানা। এছাড়া ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধের আওতায় থাকবে। তবে বন্দরগুলো কারফিউ শিথিল থাকা অবস্থায় খোলা থাকবে।

আর পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রেল যোগাযোগও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল কারফিউমুক্ত থাকবে।

এদিকে কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের পর এ প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম।
 
তিনি বলেন, ‘আপিল বিভাগের রায়কে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তবে নির্বাহী বিভাগের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে দেখছেন তারা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়