শিরোনাম
◈ সিগারেটের শেষাংশ জমিয়ে শত কোটি টাকার মালিক ! (ভিডিও) ◈ অর্থের অভাবে গুলিবিদ্ধ স্বামীকে সুস্থ করতে সন্তান বিক্রি স্ত্রীর ◈ হাইকোর্টের ২৩ বিচারপতি শপথ নিলেন ◈ এরা কারা কালো পতাকা নিয়ে মাঠে? একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ◈ ওয়ানডে ক্রিকেটও বেশিদিন খেলবেন না  মাহমুদউল্লাহ রিয়াদ ◈ নিউজিল্যান্ডের অবিশ্বাস্য ব্যাটিং ধস, সহজ জয় অস্ট্রেলিয়ার ◈ পাকিস্তানে খেলা ছেড়ে বিয়ে করতে ছুঁটলেন ইংল্যান্ডের ওলি স্টোন ◈ ১০০ বছরের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে ‘মিল্টন’ ◈ এবার জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু যা বললেন সারজিস-হাসনাতের দাবির ব্যাপারে ◈ ভারতের সামনে যে তিন অপশন শেখ হাসিনাকে নিয়ে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমানিয়ায় বাংলাদেশিসহ ২০ অভিবাসী আটক

জেরিন আহমেদ: [২] পৃথক অভিযানে তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিকও রয়েছে। শুক্রবার ওই দেশের সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। 

[৩] রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মঙ্গলবার হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে। সূত্র : ইনফোমাইগ্রেন্টস

[৪] অভিবাসীদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সী। তাদের মধ্যে ১২ জন ভারতের এবং ৮ জন পাকিস্তানের নাগরিক।

[৫] আইজিআই আরও জানায়, রোমানিয়া থেকে ফেরত না পাঠানো পর্যন্ত এসব অভিবাসীকে আরাদব ইমিগ্রেশন সার্ভিসের আবাসন কেন্দ্রে আটক রাখা হবে। তারা প্রতারণার মাধ্যমে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।

[৬] বুধবার আরেকটি বিবৃতিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে শনাক্ত করেছে স্থানীয় সীমান্তরক্ষীরা। এসব অভিবাসীও অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও তারা বৈধভাবেই রোমানিয়ায় এসেছিলেন। 

[৭] অভিবাসীদের পরিবহন করা গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ১৯ বছর বয়সী চালক রোমানের নাগরিক। তিনি রোমানিয়ায় নিবন্ধিত ভ্যান নিয়ে কাস্টমস পয়েন্টে হাজির হয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে রোমানিয়া-ফ্রান্স রুটে পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়