শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও)

কয়েক ধাপে চালানো অভিযানে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। তাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি জানান, গ্রেপ্তারদের কয়েকজনের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট চরমপন্থি মতাদর্শ ও সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।সোমবার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের কয়েকজনের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থি বিশ্বাস এবং সহিংস মতাদর্শের সম্পৃক্ততা রয়েছে। তাদের ২০১২ সালের নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে সোসমা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। আর কয়েকজনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে তদন্তের সুবিধার্থে আটক রাখা হয়েছে।তিনি জানান, এই মামলার সর্বশেষ তথ্য জানানোর জন্য শিগগিরই একটি সংবাদ সম্মেলন ডাকা হবে।প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পুলিশ ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইএসের চরমপন্থি বিশ্বাস ও সহিংস মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই সমন্বিত নিরাপত্তা অভিযান ৩টি ধাপে চালানো হয়েছে। সেলাঙ্গর এবং জোহরে এসব অভিযানে তারা গ্রেপ্তার হয়েছেন।

আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া ১৫ জনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে এবং ১৬ জনের জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটি আইএস অনুপ্রাণিত মতাদর্শ ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল এবং নিজেদের কমিউনিটির মধ্যেই নিয়োগ সেল তৈরি করে লোকজনকে চরমপন্থি চিন্তাধারায় উদ্বুদ্ধ করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়