ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করে ডজনখানেকের ওপর সংস্কার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ সেপ্টেম্বর) এসব সংস্কার প্রস্তাবনা আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আইনে চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।
সংস্কার প্রস্তাবনায় বলা হয়, নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। বিদেশে প্রার্থীর পক্ষে স্বশরীরে প্রচারণা করা যাবে না। প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা প্রস্তাব করা হয়েছে আরপিওতে।
এছাড়া শুধু প্রতিনিধি দিয়ে মনোনয়ন জমা দেয়ার সুযোগ থাকছে না। প্রার্থী বা প্রস্তাবকারী উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাবনা দিয়েছে ইসি। উৎস: চ্যানেল24